top of page

হাসপাতাল

  • Writer: Mohaimen M Kaisar
    Mohaimen M Kaisar
  • Feb 5
  • 1 min read

হাসপাতালের করিডরে অপেক্ষার প্রহর গুনি ,

কিছুক্ষণ আগে বন্ডে সাক্ষর করে এলাম।

কি আশ্চর্য একজনের জীবনের ভালো মন্দ !

কয়েকটা অক্ষরে সীমাবদ্ধ।

অথচ প্রতিদিন কামড়াকামড়ি বেঁচে থাকার যুদ্ধে ,

কিংবা অন্যকে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ার।


আমার মতন অনেকেই বসে আছে

কপালে দুশ্চিন্তার ভাঁজ নিয়ে ।

প্রতিমূর্হতে বিরক্ত হই জীবনের প্রতি ,

বেঁচে থাকাটা অনেকসময় প্রানান্তকর হয় যায়।

হাসপাতালের করিডরে অপেক্ষমান মানুষ ,

অপেক্ষায় থাকে জীবনের।

নতুন শিশুর কান্না জানান দেয় বেঁচে থাকার আনন্দ ,

আগমনী বার্তা দিয়ে বাঁচিয়ে দেয় স্বপ্নবোনা রুপকথা

মৌমাছির মতো ,

অনেকটা দিন ধরে পলে পলে সাজিয়েছে উন্মুখ হৃদয় ,

কিছুক্ষন আগেই মায়ের যন্ত্রণার কাতরানি শুনেছি।


নতুনের আগমন যাদের অস্থির পায়চারি দেখেছি

তাদের উদ্ভাসিত হাসিমুখ জীবনের গান গাইছে।

আই সি ইউ থেকে সাদা কাপড়ে ঢাকা স্ট্রেচার বেরূতেই

কান্নায় ভেঙে পড়ে স্বজন।

বুকফাটা আর্তনাদে অপেক্ষার বাতাস ভারি হয়ে যায় ,

বুকের মধ্যিখান খাঁমচে ধরে অজানা কষ্ট।

দ্রুত পায়ে সরে যাই একটুখানি অক্সিজেনের আশায় ,

জীবন মৃত্যুর দোলাচালে দুলছি সবাই।

মধ্য রাতেও চলছে জীবন ,,মৃত্যুর আসাযাওয়া

কী ভীষণ বাস্তব , অপ্রতিরোধ্য সত্যের অবশ্যম্ভাবী চাওয়া।


প্রফেসর ফেরদৌসী পারভিন

লুবানা হাসপাতাল।

২৬ ,১,২০২৫

 
 
 

Recent Posts

See All
সালতামামি

সালতামামি ---- ২০২৪ সাল। মনে হচ্ছে এইতো সেদিন ২০২৩ সালের শেষ সূর্য অস্তমিত হয়েছিল। রাতের আকাশ আলোকিত হয়েছিলো আতশবাজির ঝলকানিতে। সারা...

 
 
 
নাক কেটে যাত্রা ভঙ্গ ---

বাংলাদেশের সরকারের উচিত হিন্দু অধ্যুষিত এলাকায় যেয়ে ডকুমেন্টারি তৈরি করে প্রচার করা যাতে সবাই জানতে পারে কি ঘটছে ,বাংলাদেশের হিন্দুরা...

 
 
 
আসুন বাংলাদেশি হয়ে বাঁচি -----

হিন্দু ধর্মাবলম্বীরা নিজেদের সংখ্যালঘু ভাবে কিন্তু মুসলিম প্রধান দেশের আদালত প্রাঙ্গণে মুসলিমকে জবাই করে। তারা জাতীয় পতাকার ওপরে ইসকনের...

 
 
 

Comments


©2024-25 | MKD

bottom of page