হাসপাতাল
- Mohaimen M Kaisar
- Feb 5
- 1 min read
হাসপাতালের করিডরে অপেক্ষার প্রহর গুনি ,
কিছুক্ষণ আগে বন্ডে সাক্ষর করে এলাম।
কি আশ্চর্য একজনের জীবনের ভালো মন্দ !
কয়েকটা অক্ষরে সীমাবদ্ধ।
অথচ প্রতিদিন কামড়াকামড়ি বেঁচে থাকার যুদ্ধে ,
কিংবা অন্যকে ঠকিয়ে সম্পদের পাহাড় গড়ার।
আমার মতন অনেকেই বসে আছে
কপালে দুশ্চিন্তার ভাঁজ নিয়ে ।
প্রতিমূর্হতে বিরক্ত হই জীবনের প্রতি ,
বেঁচে থাকাটা অনেকসময় প্রানান্তকর হয় যায়।
হাসপাতালের করিডরে অপেক্ষমান মানুষ ,
অপেক্ষায় থাকে জীবনের।
নতুন শিশুর কান্না জানান দেয় বেঁচে থাকার আনন্দ ,
আগমনী বার্তা দিয়ে বাঁচিয়ে দেয় স্বপ্নবোনা রুপকথা
মৌমাছির মতো ,
অনেকটা দিন ধরে পলে পলে সাজিয়েছে উন্মুখ হৃদয় ,
কিছুক্ষন আগেই মায়ের যন্ত্রণার কাতরানি শুনেছি।
নতুনের আগমন যাদের অস্থির পায়চারি দেখেছি
তাদের উদ্ভাসিত হাসিমুখ জীবনের গান গাইছে।
আই সি ইউ থেকে সাদা কাপড়ে ঢাকা স্ট্রেচার বেরূতেই
কান্নায় ভেঙে পড়ে স্বজন।
বুকফাটা আর্তনাদে অপেক্ষার বাতাস ভারি হয়ে যায় ,
বুকের মধ্যিখান খাঁমচে ধরে অজানা কষ্ট।
দ্রুত পায়ে সরে যাই একটুখানি অক্সিজেনের আশায় ,
জীবন মৃত্যুর দোলাচালে দুলছি সবাই।
মধ্য রাতেও চলছে জীবন ,,মৃত্যুর আসাযাওয়া
কী ভীষণ বাস্তব , অপ্রতিরোধ্য সত্যের অবশ্যম্ভাবী চাওয়া।
প্রফেসর ফেরদৌসী পারভিন
লুবানা হাসপাতাল।
২৬ ,১,২০২৫
Comments