নাক কেটে যাত্রা ভঙ্গ ---
- ফেরদৌসী পারভিন | Ferdawsi Pervin
- Dec 2, 2024
- 2 min read
বাংলাদেশের সরকারের উচিত হিন্দু অধ্যুষিত এলাকায় যেয়ে ডকুমেন্টারি তৈরি করে প্রচার করা যাতে সবাই জানতে পারে কি ঘটছে ,বাংলাদেশের হিন্দুরা কেমন আছে? বাংলাদেশে ৪ ,লক্ষ ২৬ হাজার ভারতীয় চাকুরী করে উচ্চ পদে। এটা ভারতীয়দের পরিসংখ্যান। তারপরেও আমাদের শেষ করে দেবে বলছে সবসময়। পিয়াজ আমরা কিনে খাই তাও আবার বেশি দামে। ভারত বাংলাদেশের মানুষের চিকিৎসা দেবেনা বলেছে। বাংলাদেশের ডাক্তার আছে তাদের উচিত রোগীদের সাথে ভালো ব্যবহার করা। আমাদের অভিজ্ঞ ডাক্তার নাই তাতো নয়। নিজেরা নিজেদের পায়ে দাঁড়াই। আমাদের সব আছে। ভারত থেকে যা আমদানি করা হয় তা পয়সা দিয়ে ,ফ্রি নয়। আমাদের চেষ্টা হবে অন্যদেশ থেকে আমদানি করা। কিন্তু আমেরিকার পরেই বাংলাদেশের পর্যটক ভারতে যায়। ভারত ইতোমধ্যেই বুঝে গেছে কার ক্ষতি হচ্ছে। কলকাতা থেকে লাইভ দেখিয়েছে হোটেল ,নিউমার্কেটের অবস্থা সেইসাথে চেন্নাইয়ের হাসপাতালের অবস্থা। ভারতের এরকম অসভ্যতা এবং মিথ্যাচার চললে আমাদের নিজেদের সম্পদ নিয়ে নিজেদের পা শক্ত করতে হবে।। ভারতে যে পর্যটকরা যায় তারা ডলার খরচ করে আসে প্রতিটি সেক্টরে। দাদারা কেউ দেয়নি। বাংলাদেশের মানুষ ৪টা মিষ্টি কিনে নিয়ে আত্মীয় বন্ধুর বাড়ি যায়না। আমাদের যে পন্য ঘাটতি আছে তা একটু সময় লাগবে কিন্তু আমরা কাটিয়ে উঠবো ।
ভারত শুধু আমাদের দেশ থেকে আয়ই করেছে । নির্ভরশীল তারা। আমরা নই। আমরা যা নিয়েছি তা পয়সা দিয়ে শুধু তাই নয় অসম চুক্তি করে আমাদের লুট করা হয়েছে। তাদের তো লজ্জ্বাও নাই। লুট করছে আমাদের পয়সা ,এখানে তাদের ব্যবসা চলছে অথচ আমাদের গালাগালি করছে। আমার প্রশ্ন কেন? আর লুট করতে পারছেনা তাই? আমাদের উচিত নিজেদের সমৃদ্ধ করা। ওদের যা খুশি বলুক। ভারতীয়রা তাদের নিম্ন বর্ণের হিন্দুদের ওপর যে অত্যাচার করে তা কিছু প্রদেশের ঘটনার খবরেই বোঝা যায়।
আসলে তারা পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে চাইছে। আর এইসব অরাজকতা তৈরি করে পতিত সরকারের সুবিধা করে দিতে চাইছে। এদেশের হিন্দুদের নিয়ে তাদের কোন মাথা ব্যাথা নাই। হিন্দুরা দালালের খপ্পরে পড়ে কম দামে জমি বিক্রি করে ভারতে যেয়ে মানবেতর জীবনযাপন করছে। খোঁজ নিয়ে দেখতে পারেন। তাই এইসব রাজনৈতিক উদ্দেশ্যের বলি হতে যাবেন না। যা প্রচার হচ্ছে তা শতভাগ মিথ্যা প্রপাগাণ্ডা। ছাত্রদের মারামারিকে হিন্দুদের ওপর অত্যাচার হিসেবে ব্যবহার করা হয়েছে এবং হচ্ছে। যারা করছে তারা নিজেরাও জানে মিথ্যা বলছে নেচে নেচে। কারো লজ্জা না থাকলে কি বলার আছে?
তারা বুঝতে পারছেনা যে ,এতে করে ভারত বিদ্বেষ বাড়ছে। ভারত বাংলাদেশের ওপর নির্ভর না হলেও বাংলাদেশ ভারতের টাকা কামানোর উর্বর ভূমি। আমার মনে হয়না ভারত না গেলে বাংলাদেশের কোন ক্ষতি হবে। বরং একটা স্বাধীন দেশ হিসেবে নিজের পা শক্ত করতে পারবে যা এতদিন শুধু পরোমুখোপেখি করেছে। পণ্য অন্য দেশ থেকে আমদানি করবে বাংলাদেশ। কিন্তু আমরা কোটি কোটি ডলার দিয়ে আসি। তারা চাকুরী করে এখান থেকে নিয়ে যায়। আবার যেসব হিন্দুধর্মাবলম্বীরা এদেশে থাকে তারা খুব অল্প সংখ্যক ছাড়া সবাই ওখানে টাকা জমায় ,বাড়ি করে।
লেখাপড়ার কথাতো বাদই দিলাম । তাই বলি ভিসা না দিলে আমাদের কোন সমস্যা নাই। আপনারাদের কি অবস্থা হবে সেটা ভাবেন। বাংলাদেশকে কিছু দিয়েননা। শুধু ষড়যন্ত্র করে উসকে দিয়ে অরাজকতা করবেন না। এখানে সকল ধর্মের মানুষ ভালো আছে অন্তত ভারতের চেয়ে। আপনারা নিজেদের বিভিন্ন অঞ্চলে কি করছেন সেটা ভাবুন। একটা স্বাধীন দেশে নাক গলাবেননা। অনেক গলিয়েছেন। এবার নিজের নাক নিজের কাছে রাখুন। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করবেন না। নাহলে লজ্জায় কতকিছু কাটা পড়তে পারে।
শুভ সকাল।
Comments