top of page

পাহাড়ের কাব্যকথা ২০২৩
পাহাড়ের কাব্যকথা --২০২৩
একজন শিক্ষক হিসেবে এটাই আমার বড় প্রাপ্তি বলেই আমার মনে হয় । সন্তানের পর ছাত্র ছাত্রীর সাফল্য একজন শিক্ষককে সবচেয়ে বেশি খুশি করে । তাদের সাফল্যকে নিজের সাফল্য বলে মনে করে । পাখির আরো একটি কথা আমাকে নাড়া দিয়েছে ভীষণভাবে । সে খুব উচ্ছ্বসিত হয়ে বলে , " ম্যাডাম আপনি যখন গাড়ি নিয়ে কলেজে ঢুকতেন তখন আপনাকে দেখলেই মন চাইতো গাড়ি চালাই । গাড়ি না চালালেও আমি এখন স্কুটি চালাই । শুরু করেছিলাম শখ থেকে এখন সেই শখ প্রয়োজনে পরিনত হয়েছে। স্কুলে যাতায়াত অনেক সহজ হয়ে গিয়েছে । " একটি দক্ষতা ও চেষ্টা পাখির জীবনকে অনেকটাই সহজ করে দিয়েছে । অর্থনৈতিক স্বাবলম্বিতা তাকে দিয়েছে আত্মবিশ্বাস। পাখির মতে এ সব কিছু সম্ভব হয়েছে তার বাবা মায়ের এবং শিক্ষকদের দোয়ায়।
bottom of page










