top of page

ছয় কন্যার কাব্য
১ম পর্ব
আমি একটি বিষয় বলতে চাই যে ,মেয়ে সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে যত্নবান হতে হবে । কখনোই বাবা মায়ের ভাবা উচিত নয় , মেয়েকে বিয়ে দিতে হবে তাই মেয়ের জন্য লেখাপড়ার পেছনে বেশি ব্যায় না করা । ছেলে মেয়ে উভয়েই সন্তান আর তাই দুজনকেই সমান সুযোগ দিতে হবে । ছেলে মেয়েরও পরিশ্রমের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করা যেন বাবা মায়ের পাশে অর্থনৈতিক সক্ষমতা নিয়ে দাঁড়াতে পারে । পাখির শেষ কথা ছিল ," অনেক ভালো আছি। তবে এতো দূর আসতে অনেক কাঠখড়ি পোহাতে হয়েছে। পথটা সহজ ছিল না।"
bottom of page