top of page

এই মেয়েটির নাম ওয়াজিহা। তার হার্টে দুটি ছিদ্র। তার বেঁচে থাকতে হলে দ্রুত অপারেশন করা দরকার । তার মা মানবিক সাহায্য চেয়েছেন। তার বাড়ি খাগড়াছড়ি । আমি নিজে আমার সাধ্যের মধ্যে আর্থিক সাহায্য করেছি। আমার বন্ধু ,,সুহৃদ স্বজন যারা আছেন চাইলে নিজের সাধ্যের মধ্যে ওয়াজিহার পাশে দাঁড়াতে পারেন। সবাই অল্প অল্প সাহায্য করলেই তার অপারেশনটা হতে পারে। সবাই ভেবে দেখতে পারেন আপনার সামান্য সাহায্যে মেয়েটা বেঁচে যেতে পারে। আমরা কত টাকা পয়সা অহেতুক খরচ করি। আসুননা মেয়েটির দিকে সহায়তার হাত বাড়াই।
অসুস্থ মেয়েটির পাশে সহযোগিতার হাত বাড়ান।
bottom of page